kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

একে অপরের জন্য উদার

রংবেরং ডেস্ক   

২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকে অপরের জন্য উদার

অক্ষয় কুমারের উদারতার কথা সর্বজনবিদিত। দান-দক্ষিণার পাশাপাশি বন্ধুত্বেও উদারতার নতুন নজির স্থাপন করলেন এই বলিউড অভিনেতা। ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তির কথা ছিল অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’। একই দিনে মুক্তি পাবে আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ও। তাই আমিরের অনুরোধে অক্ষয় তাঁর ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিলেন। অক্ষয়ের সম্মতির পর সোমবার ছবি মুক্তির তারিখ নিশ্চিত করে টুইটারে পোস্ট দেন আমির খান। একই পোস্টে বন্ধু অক্ষয় কুমার ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ জানান তাঁদের ছবি মুক্তির তারিখ পরিবর্তন করার জন্য। সেই সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’র জন্যও শুভ কামনা জানান। পাল্টা টুইটে ‘খিলাড়ি’ তারকা লেখেন, ‘তোমার জন্য সব সময়ই আছি, আমির। সবাই তো এখানে আমরা বন্ধু।’ এরপর মঙ্গলবার আরেক টুইটারে ‘বচ্চন পাণ্ডে’র পোস্টার প্রকাশ করেন এবং ছবি মুক্তির নতুন তারিখ জানিয়ে পোস্ট দেন অক্ষয়।

২০২০ সালের বড়দিনের বদলে ২০২১ সালের ২২ জানুয়ারি মুক্তি পাবে ‘বচ্চন পাণ্ডে’; যদিও সেদিন অক্ষয়ের আরেক নতুন ছবি ‘বেল বটম’ মুক্তির তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। পরে টুইট করে অক্ষয় ‘বেল বটম’-এর মুক্তির তারিখও পরিবর্তন করেন। ‘বেল বটম’ মুক্তির নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২ এপ্রিল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য