kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

ঐশ্বরিয়াই বিনোদিনী

রংবেরং ডেস্ক   

২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঐশ্বরিয়াই বিনোদিনী

ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন আগে করেছেন ‘দেবদাস’, পরিচালক প্রদীপ সরকার করেছেন ‘পরিণীতা’। এবার প্রদীপ আর ঐশ্বরিয়া একসঙ্গে করতে যাচ্ছেন নতুন এক পিরিয়ড ড্রামা। ঊনবিংশ শতকের অন্যতম মঞ্চ অভিনেত্রী বিনোদিনী দাসীর বায়োপিক করবেন বাঙালি পরিচালক। এখানে নাম ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বিনোদিনী দাসী ওরফে নটী বিনোদিনীকে নিয়ে বাংলায় নাটক-সিনেমা হলেও হিন্দিতে এই প্রথম। প্রদীপ সরকারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঐশ্বরিয়া গল্প শুনেই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ঐশ্বরিয়ার আগে ছবিটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু ‘পদ্মাবৎ’ ও ‘ছপাক’-এর পর আপাতত কোনো সিরিয়াস ছবি করতে চাচ্ছেন না অভিনেত্রী। এ কারণে পছন্দ হওয়ার পরও নটী বিনোদিনীর বায়োপিকের প্রস্তাব ফিরিয়ে দেন। বারবনিতা থেকে মঞ্চের সেরা অভিনেত্রীর জীবনী নিয়ে বছর দুই আগে বাংলা ছবির ঘোষণা দিয়েছিলেন সৃজিত মুখার্জিও। পরে অবশ্য আর কথা শোনা যায়নি।

সূত্র : বলিউড হাঙ্গামা

মন্তব্য