kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

আরো খবর

২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►          গত বছর শেষ হয়েছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং। সেটি মুক্তি পাওয়ার আগেই সিক্যুয়ালও নির্মাণ শেষ করলেন তাঁরা। আর সেই কারণে গতকাল এফডিসির ৭ নম্বর ফ্লোরে ‘ক্যামেরা ক্লোজিং অনুষ্ঠান’-এর আয়োজন করেন পরিচালকদ্বয়। এ সময় উপস্থিত ছিলেন ছবির অভিনেতা আরিফিন শুভ, সুমিত সেনগুপ্ত, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা প্রমুখ।

►          এফডিসির ফ্লোর ইনচার্জ আবু বকর সিদ্দিকী বাবুর থানায় রহস্যজনক মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন সহকর্মীরা। গতকাল সকাল ১১টার দিকে তাঁরা রাস্তা অবরোধ করেন।

►          সমকামী প্রেম নিয়ে নির্মিত ছবি ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ প্রসঙ্গে অভিনেতা আয়ুষ্মান খুড়ানা জানান, পুরো পরিবারের সবাই মিলে একসঙ্গে হলে গিয়ে দেখা যায় এমন ছবিতেই আমি সাইন করি।

►          শাহরুখ খানের সঙ্গে আবার ছবি করছেন করণ যোহর—এমন গুঞ্জন শোনা গেলেও কারো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

►          সংগীতশিল্পী প্যারিস হিলটন নিজস্ব টেলিভিশন প্রযোজনা সংস্থা তৈরির পরিকল্পনা করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা