kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

ইশরাত নিশাত আর নেই

রংবেরং প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইশরাত নিশাত আর নেই

অভিনেত্রী, মঞ্চ নির্দেশক ও আবৃতিশিল্পী ইশরাত নিশাত মারা গেছেন। ১৯ জানুয়ারি রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন ইশরাত। তাঁর নির্দেশনায় ‘অরক্ষিতা’ নাটকটি বেশ প্রশংসিত হয়। সর্বশেষ তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’ চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাতের মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমেছে শোকের ছায়া। গতকাল দুপুর ১টায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে ৩টা পর্যন্ত রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা