kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

টিভি হাইলাইটস

২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিভি হাইলাইটস

নাচের ইশকুল

রূপ

এনটিভিতে প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘রূপ’। রচনা শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী, পরিচালনায় কামরুজ্জামান রনি। অভিনয়ে তৌকীর আহমেদ, লিটু আনাম, জাকিয়া বারী মম, হৃদি হক, তানজিকা আমিন, সানজিদা প্রীতি, সাজু খাদেম, এফ এস নাঈম, শিল্পী সরকার অপু।

 

নাচের ইশকুল

দুরন্ত টিভিতে আবার শুরু হয়েছে নাচ শেখানোর অনুষ্ঠান ‘নাচের ইশকুল’। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় প্রচার হয় এটি। শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, বেনজির সালাম, অনিক বোস, নীলাঞ্জনা জুঁই, সাব্বির আহমেদ খান বিজু, সামিনা হোসেইন প্রেমা, সুইটি দাস চৌধুরী এবং অর্থি আহমেদরা শিশুদের নাচ শেখান এখানে।

 

দ্য চাইল্ড সেক্স হাইওয়ে

ভারতে এমনও গ্রাম আছে যেখানে বাবারা নিজের শিশুকন্যাকে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেন। এই অনুসন্ধানী তথ্যচিত্রটি দেখা যাবে সকাল ১১টা ৩০ মিনিটে, আলজাজিরায়।

 

কোড়া পাখি

পুরুলিয়ার মেয়ে আমন। স্বপ্ন সাংবাদিক হওয়া। কিন্তু এই প্রত্যন্ত অঞ্চল থেকে কি সেটা সম্ভব? সাহায্যে এগিয়ে আসে অঙ্কুর। নতুন ধারাবাহিকটি দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে, স্টার জলসায়। এই ধারাবাহিক দিয়েই দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন পার্ণো মিত্র।

 

মন্তব্যসাতদিনের সেরা