kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

১০০-তে ১০০

রংবেরং ডেস্ক   

২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১০০-তে ১০০

প্রায় তিন দশকের ক্যারিয়ার। কিন্তু কখনো ‘বলিউড সেরা’ তকমা জোটেনি। ক্যারিয়ারে শুরু থেকে তিন ‘খান’-এর আড়ালে পড়ে গেছে অজয় দেবগনের নাম। অথচ একের পর এক ঠিকই হিট দিয়ে যাচ্ছেন অভিনেতা। বাণিজ্যিক, ড্রামা, থ্রিলার, বায়োপিক সমানে করে যাচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও স্বীকৃতি পেয়েছেন কমই। ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে অজয়ের ১০০তম ছবি ‘তানাজি—দ্য গ্রেট ওয়ারিয়র’, যা স্পর্শ করেছে ১০০ কোটি ব্যবসার মাইলফলকও। গেল ৯ দিনে ছবিটি আয় করেছে ১২৮ কোটি রুপি। এমন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ক্যারিয়ার নিয়ে কোনো আফসোস নেই অজয়ের, ‘আমি কেবল কাজ করে যেতে চেয়েছি, সেটাই করে যাচ্ছি। অন্য কিছু নিয়ে ভাবি না।’ কেবল ‘তানাজি’ই নয়, গেল কয়েক বছরে অনেক নামি অভিনেতা বারবার ব্যর্থ হলেও অজয় সেখানে ‘বাদশাহো’, ‘রেড’, ‘গোলমাল অ্যাগেইন’, ‘টোটাল ধামাল’, ‘দে দে পেয়ার দে’র মতো একের পর এক হিট উপহার দিয়েছেন। ‘তানাজি’ সতের শতকের মারাঠা যোদ্ধা তানাজি মালুসারের জীবন নিয়ে। এ ছাড়া নানা কিছিমের আরো গোটাপাঁচেক ছবি আছে হাতে। অভিনেতা ছাড়াও প্রযোজক হিসেবেও নানা ধরনের নিরীক্ষা করেছেন অজয়। বাণিজ্যিক ছবি ছাড়াও ‘পার্চড’-এর মতো সমালোচক প্রশংসিত ছবিও প্রযোজনা করেছেন। অজয়ের ১০০তম ছবি ছাড়াও এ বছর কাজলের সঙ্গে বিয়ের ২০ বছর পূর্ণ হয়েছে। সব মিলিয়ে এ বছরটাকে স্মরণীয় করে রাখতে চান বলে জানিয়েছেন অভিনেতা।

সূত্র : মিড ডে

মন্তব্যসাতদিনের সেরা