শ্রদ্ধা কাপুর
রণবীর কাপুরকে অনেকেই তাঁর প্রজন্মের সেরা অভিনেতা মনে করেন। গেল কয়েক বছরে অনেক অভিনেতার সঙ্গে কাজ করলেও রণবীরের সঙ্গে কাজ করা হয়নি শ্রদ্ধা কাপুরের। তবে সে সুযোগ সামনে মিলছে। লাভ রঞ্জনের পরের ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে রণবীর-শ্রদ্ধা জুটিকে, যা নিয়ে ভীষণ উত্তেজিত শ্রদ্ধা। “লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবিতে রণবীরের সঙ্গে কাজ করতে যাচ্ছি। দুভার্গ্যজনকভাবে আগে ওর সঙ্গে কোনো ছবির প্রস্তাব পাইনি। আমি এটা নিয়ে খুবই উত্তেজিত, রণবীর এই প্রজন্মের সেরা অভিনেতাদের একজন। এ ছাড়া পরিচালক রঞ্জনও আমার খুব প্রিয়। ওর ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সনু কে টিটু কি সুইটি’ আমার খুব পছন্দের। তাঁর সঙ্গে কাজ করার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি।” শ্রদ্ধা আরো জানান, মার্চেই এ ছবির শুটিং শুরু হবে। ২৪ জানুয়ারি তাঁর আরেক ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ মুক্তির পরেই সেই ছবির প্রস্তুতি শুরু করবেন। এ ছাড়া ফাঁকে ফাঁকে চলবে ‘বাগি ৩’-এর কাজও।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য