kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

জীবন থেকে সিরিজ

রংবেরং ডেস্ক   

১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকজন সাধারণ মার্কিন তরুণের ‘দ্য রক’ হয়ে ওঠার গল্প বেশ কয়েকবার এসেছে গণমাধ্যমে। ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে তুমুল জনপ্রিয় এই নামটি অভিনেতা ডোয়াইন জনসনের। তাঁর আত্মজীবনীমূলক বই ‘দ্য রক সেজ’ দীর্ঘদিন নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকার ১ নম্বরে ছিল। এবার অভিনেতার জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজ। ‘ইয়ং রক’ নামের কমেডি সিরিজটিতে মূলত জনসনের শৈশবের বিভিন্ন ঘটনাবলি তুলে ধরা হবে। শৈশবের ঘটনা নিয়ে হলেও এখানে অভিনেতার রেসলিং ক্যারিয়ারেরও কিছু ঘটনা থাকবে। যেখানে জনসন নিজেই অভিনয় করবেন। অভিনয়ের পাশাপাশি সিরিজটির সহপ্রযোজক হিসেবেও থাকছেন অভিনেতা। মোট ১১ পর্বের সিরিজটি প্রচার হবে ‘এনবিসি’ চ্যানেলে।

জনসনের জন্য এটাই প্রথম টিভি অভিনয় নয়। এর আগে ‘এইচবিও’র কমেডি সিরিজ ‘বালার্স’-এ দেখা গেছে তাঁকে। এ ছাড়া এখন ‘এনবিসি’র  গেম শো ‘দ্য টাইটান গেমস’ উপস্থাপনা করতে দেখা যাচ্ছে তাঁকে।

সূত্র : ভ্যারাইটি

মন্তব্যসাতদিনের সেরা