kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ভাঙল ২২ বছরের ঘর

রংবেরং ডেস্ক   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভাঙল ২২ বছরের ঘর

কলিন ফার্থ ও লিভিয়া জিগিওলির সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন ছিল কয়েক বছর আগে। শোনা গিয়েছিল এক সাংবাদিকের সঙ্গে লিভিয়ার সম্পর্কের কথা। তবে পরে এ নিয়ে তেমন উচ্চবাচ্য হয়নি। তাই এখন কলিন ও লিভিয়ার বিচ্ছেদের খবরটা এলো অনেকটা চমক হয়েই। ২২ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি। এই যৌথ বিবৃতিতে দুজনই বিচ্ছেদের খবর জানালেও এর কারণ সম্পর্কে কিছু বলেননি। বিচ্ছেদ হলেও তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানিয়েছেন তাঁরা। দুজনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ২০১৫ সাল থেকেই দুজন আলাদা থাকেন, এখন বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা এলো কেবল। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

১৯৯৬ সালে বিবিসির এক সিরিজের শুটিংয়ের সময় কলম্বিয়ায় পরিচয় হয় লিভিয়া ও কলিনের। লিভিয়া তখন চলচ্চিত্র প্রযোজক হিসেবে কাজ করতেন। এর পরের বছরই দুজনের বিয়ে হয়। শোবিজে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিতই দেখা যেত দুজনকে। বিয়ের পর সিনেমার চেয়ে পরিবেশ নিয়ে বেশি কাজ করেছেন লিভিয়া। এক সাক্ষাৎকারে কলিনের সঙ্গে পরিচয়ে ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে বর্ণনা করেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে গেল। কলিন ও লিভিয়ার ঘরে লুকা ও মাট্টেও নামের দুই ছেলে আছে।

সূত্র : দ্য ইনডিপেনডেন্ট

মন্তব্যসাতদিনের সেরা