kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

শাহরুখের পর দীপিকা

রংবেরং ডেস্ক   

১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশাহরুখের পর দীপিকা

দীপিকা পাড়ুকোন

দীর্ঘদিন পর আসছে দীপিকার নতুন ছবি ‘ছপাক’। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘পদমাবৎ’ ছবিতে। দীপিকা এখন ছবির প্রচারণায় ভীষণ ব্যস্ত সময় পার করছেন। ৯ ডিসেম্বর ছবিটির ‘ট্রেলার’ প্রকাশ পেয়েছে। এর পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি। এরই মধ্যে এলো এক নতুন সংবাদ। মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্যোগের জন্য সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) ক্রিস্টাল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন ‘পদমাবৎ’ তারকা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ডাব্লিউইএফ এই তথ্য জানায়। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্লিনিক্যাল ডিপ্রেশন ধরা পড়ে ২০১৪ সালে। তীব্র মনোবল ও সঠিক চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার সময় কাটিয়ে ওঠেন তিনি। এর পর থেকে মানসিক স্বাস্থ্য সচেতনতায় বিশেষভাবে কাজ শুরু করেন এই ‘পিকু’ অভিনেত্রী। উদ্বেগ ও হতাশায় ভোগা মানুষের মধ্যে আশার আলো ছড়িয়ে দিতে ২০১৫ সালে শুরু করেন ‘দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’ নামের একটি দাতব্য সংস্থা। মহৎ এই উদ্যোগের জন্য এ বছর ডাব্লিউইএফ সম্মাননা জানাবে তাঁকে। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ২০ জানুয়ারি সুইজারল্যান্ডে ডাব্লিউইএফের বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন। দীপিকার পাশাপাশি চীনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জিন জিং, শিকাগোর শিল্পী থেস্টার গেটস ও অস্ট্রেলিয়ান শিল্পী লিনেট ওয়ালওয়ার্থ এ বছর ক্রিস্টাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। দীপিকার আগে অভিনেতা শাহরুখ খান ডাব্লিউইএফের ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা