kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিজয় দিবস

নেপালে বিজয় উদযাপন করবে সৃষ্টি

রংবেরং প্রতিবেদক   

১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



নেপালে বিজয় উদযাপন করবে সৃষ্টি

সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীরা

নেপালে বিজয় দিবস উদ্যাপনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে আনিসুল ইসলাম হিরুর ‘সৃষ্টি কালচারাল সেন্টার’। আট সদস্যের দলটি এরই মধ্যে নেপালে পৌঁছেছে। ১৬ ডিসেম্বর কাঠমাণ্ডুর নেপাল আর্মি অফিসার্স ক্লাব মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।

দলপ্রধান আনিসুল ইসলাম হিরু বলেন, ‘নেপালের বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এখানে এসেছি। রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের কাছে কৃতজ্ঞ, দেশের সংস্কৃতিকে বিদেশে তুলে ধরার এই আয়োজন করেছেন তিনি। দেশাত্মবোধক গানের সঙ্গে নাচব আমরা, ভরতনাট্যমও থাকবে।’

হিরু ছাড়াও এই দলে আছেন ইয়াসমিন লাবণ্য, সানজিদা হোসেন, রুহুল আমিন, সুস্মিতা বসাক, রাজশ্রী বর্মণ, মুশফিকুর রহমান, জাহিদুল সানী।

২২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে আরেকটি অনুষ্ঠানে যোগ দেবে সৃষ্টি। আন্তর্জাতিক মাইগ্রেশন ডে উপলক্ষে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের আমন্ত্রণে সেখানে অংশ নেবেন আনিসুল ইসলাম হিরুসহ সৃষ্টির পাঁচ শিল্পী।

মন্তব্য



সাতদিনের সেরা