kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

তাঁরা যমজ!

রংবেরং ডেস্ক   

১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতাঁরা যমজ!

‘দুজনই নাকি দেখতে একই রকম’—অভিনেত্রী কেট বেকিনসেলের সঙ্গে একমত অভিনেতা রায়ান রেনল্ডস। এমনকি অভিনেতা বেকিনসেলকে তাঁর যমজও বলেছেন। অক্টোবরে এক টিভি শোতে ‘আন্ডারওয়ার্ল্ড’ অভিনেত্রী প্রথম বিষয়টি সবার নজরে আনেন। অভিনেত্রী বলেন, ‘আমি দেখতে হুবহু রায়ান রেনল্ডসের মতো। অবাক করার মতো হলেও বিষয়টি সত্যি।’ এরপর গত বৃহস্পতিবার টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডিয়ান অভিনেতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও বেশ মজা পান। বলেন, ‘বেকিনসেলের সঙ্গে আমিও পুরোপুরি একমত। আমরা যেন ঠিক আয়নার এপিঠ-ওপিঠ। এমনকি আরো অনেকেই এ বিষয়টি আমাকে বলেছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের এই তুলনা বেশ আলোচিতও হয়েছে। তাঁদের দুজনের একটি ছবিতে জুটিবদ্ধ হওয়া উচিত বলে টুইটারে একজন লিখেছেন, ‘চলুন, এবার একটা কমেডি মুভি হয়ে যাক।’ আরেকজনের মন্তব্য, ‘আমার অনেক আগে থেকেই মনে হয়েছিল, আপনি দেখতে মেয়েদের মতো। এবার বিষয়টি পরিষ্কার হলো!’

 

সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা