kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

এবার আসিফের নায়িকা পরীমণি

রংবেরং প্রতিবেদক   

১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএবার আসিফের নায়িকা পরীমণি

আসিফ ও পরীকে নিয়ে মিটিং শেষে পরিচালকের সেলফিতে সবাই। ছবিটি তিন মাস আগের

২০ ডিসেম্বর বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে গায়ক আসিফ আকবরের। সাদাত হোসাইনের মিউজিক্যাল ছবি ‘গহীনের গান’-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও তানজিকা। আসিফ ভক্তরা ছবিটির জন্য যখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ঠিক তখনই পরিচালক শামীমুল ইসলাম শামীম জানালেন নতুন খবর—আসিফ আকবর ও পরীমণিকে নিয়ে তিনিও একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। আসিফ ও পরীর সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে শামীম লেখেন, ‘একজন সেরা কণ্ঠে, আরেকজন রূপে। আমার ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মানুষ দুজন। এবার এক করতে চাই দর্শকদের জন্য। কেমন হয়?’

শামীমের কাছে বিস্তারিত জানতে চাইলে বলেন, ‘কয়েক মাস আগে মিটিং শেষে তুলেছিলাম ছবিটি। সেদিন সব কিছু এক প্রকার চূড়ান্তই হয়ে গিয়েছিল। প্রযোজক পিছু হটায় আর এগোয়নি। বেশ কয়েকটা প্রতিষ্ঠান ছবিতে বিনিয়োগের আশ্বাস দিয়েছে,  তাই নতুন করে ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আসিফ ভাই আর পরীমণির শিডিউল মিললে ফেব্রুয়ারিতেই শুটিং করব।’ তবে ছবিটি করছেন কি করছেন না তা নিয়ে পরী এখনই কিছু বলতে চাইলেন না। শুধু বললেন, ‘শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরে জানাব।’ আসিফ আকবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি। পরিচালক শামীম জানালেন, ছবির গল্প ও শুটিং লোকেশন চূড়ান্ত করেছেন। বলেন, ‘এক অন্ধ মেয়েকে নিয়ে ছবির গল্প। নিজেই লিখেছি। শুটিং করব দুবাইতে।’

মন্তব্যসাতদিনের সেরা