ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

টিভি হাইলাইটস

অন্যান্য
অন্যান্য
শেয়ার
টিভি হাইলাইটস
সেই আমি

টেলিফিল্ম সেই আমি

পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের পরিবারের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। জ্বালিয়ে দেওয়া হয় তাঁর বাড়িঘর। সেই ঘটনা নিয়ে টেলিফিল্ম ‘সেই আমি’। রচনা ড. মইনুল খান, পরিচালনায় দীপু হাজরা।

অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, নাজনীন হাসান চুমকী, রুনা খান, সমাপ্তি মাসুক, সায়েম সামাদ, আজম খান, অরিত্রা। দুপুর ২টা ৪৫ মিনিটে, চ্যানেল আইতে।

 

হা শো

এনটিভিতে চলছে কমেডি রিয়ালিটি শো ‘হা শো’। আজকের পর্ব প্রচারিত হবে রাত ৯টা ২৫ মিনিটে।

সঞ্চালনায় আবু হেনা রনি। বিচারকার্য করছেন আমিন খান, তুষার খান ও মুনমুন আহমেদ।

 

মডার্ন ফ্যামিলি

লস অ্যাঞ্জেলেসের তিন পরিবারের গল্প নিয়ে ধারাবাহিকটি। ডানফি পরিবার যৌথ, আছে সৎ মা-বাবার প্রিচেট পরিবার আর মিচেল ও ক্যামরনকে নিয়ে এক সমলিঙ্গের পরিবার।

এই সময়ের আধুনিক পরিবারগুলো যেমন হওয়ার কথা, তেমনই এই পরিবারগুলো। রাত ৯টায় দেখা যাবে স্টার ওয়ার্ল্ডে।

 

কেক বস

বাডি ভালাস্ট্রো যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল কেক আর্টিস্টদের একজন। অদ্ভুত সব কেক তৈরি করে সবাইকে চমকে দেন। তাঁর দক্ষতা, কেক তৈরির প্রক্রিয়া নিয়ে ‘কেক বস’।

দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে, টিএলসিতে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এখন থেকে কাজ কম করবেন। বছরে একটি, নয়তো সর্বোচ্চ দুটি ছবিতে দেখা যাবে তাঁকে।

গতকাল অভিনেতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন ঘটা করে পালন করেছে চ্যানেল আই। এই কিংবদন্তির জন্মদিনের কেক কাটতে চ্যানেল আইয়ে হাজির হয়েছেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ শোবিজের অনেকেই।

নিজের গানের ভিডিও চিত্র নিজেই নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রত্যয় খান।

মুক্তির দিনে ২০ কোটি রুপি আয় করেছে নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত সাইয়ারা। মুহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তির আগেই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

মাটির নিচে ৪০ দিন

শেয়ার
মাটির নিচে ৪০ দিন

একটি কঠিন পরীক্ষায় অংশ নেন ১৪ জন স্বেচ্ছাসেবক। ৪০ দিনের জন্য মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় তাঁদের। সময় জানার কোনো যন্ত্রও দেওয়া হয় না তাঁদের। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে খাপ খাইয়ে নেয়, সময়জ্ঞান হারালে শরীর ও মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে তথ্যচিত্র ডিপ টাইম : ফরটি ডেইজ অব ডার্কনেস

দেখা যাবে ডয়েচে ভেলেতে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

কুবেরা

শেয়ার
কুবেরা
‘কুবেরা’ ছবির দৃশ্য

বঙ্গোপসাগরে লুকিয়ে থাকা দুর্লভ এক তেলখনির খোঁজ পায় মুম্বাইয়ের প্রভাবশালী ও উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী নীরজ মিত্র। এটিকে ঘিরে অর্থ, প্রভাব ও রাজনৈতিক নিয়ন্ত্রণে ব্যবহারের গোপন এক পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহায়তা চান সাবেক সিবিআই কর্মকর্তা দীপকের। গত মাসে মুক্তি পাওয়া তামিল ছবি কুবেরার কাহিনি এটি।

শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ধনুষ, রাশমিকা মানদানা, নাগার্জুন অভিনীত ছবিটি।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

মায়ের অধিকার

শেয়ার
মায়ের অধিকার
‘মায়ের অধিকার’ ছবিতে ববিতা ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, ববিতা, আলমগীর, শাবনাজ। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : জাহান মঞ্জিলে নতুন বউ এসেছে।

গরিব ঘরের মেয়ে বলে পুত্রবধূকে মেনে নেয় না বেগম মমতাজ জাহান। পুত্র শাহেদকে কৌশলে বিদেশে পাঠিয়ে দেয়। এই সুযোগে সন্তানসম্ভাবনা পুত্রবধূ আশাকে বাড়ি থেকে বের করে দেয়। শাহেদ দেশে ফিরে জানতে পারে আশা মৃত।
এক বস্তিতে সন্তান রবিনকে নিয়ে থাকে আশা। বড় হয়ে জাহান মঞ্জিলে মায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামে রবিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ