kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

শুটিংয়ের কল্যাণে নতুন সেতু!

রংবেরং প্রতিবেদক   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুটিংয়ের কল্যাণে নতুন সেতু!

মেহেরপুরে শুটিংয়ের জন্য বানানো এই সেতুর সুবিধা পাচ্ছে স্থানীয়রা

বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে মেহেরপুরে ভৈরব নদের ওপর সত্যিকারের পায়ে চলা সেতু বানিয়েছেন নির্মাতা টিটো রহমান! শহর থেকে বেশ খানিকটা দূরে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করেন তিনি। সেখানে কোনো সেতু না থাকায় নদী পার হতে স্থানীয় লোকদের বেশ অসুবিধাই হতো। যেতে হতো অনেকটা পথ ঘুরে। স্থানীয়দের অসুবিধার কথা চিন্তা করে সেখানে নতুন একটি সেতু বানিয়ে বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন টিটো। বলেন, ‘কিছু দূরে গেলেই কয়েকটা সেতু ছিল। কিন্তু আমার পছন্দ হয় দুই সেতুর মাঝের একটা জায়গা। পরে স্থানীয়দের কাছে শুনলাম, আগে ওখানে ভাঙাচোরা একটা সেতু ছিল। এখন আর নেই। ঠিক করলাম, সেখানে নতুন সেতু বানিয়েই শুটিং করব। তাতে বিজ্ঞাপন বানানোর খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু মানুষের উপকার করার আনন্দের কাছে সেটা খুব বড় কিছু নয়।’ লোহার ফ্রেমের ওপর বাঁশ ও কাঠ ব্যবহার করে বানানো হয়েছে সেতুটি। বিজ্ঞাপনেই তার ওপর দিয়ে গরু যেতে দেখা গেছে। এখন রিকশা-ভ্যানও নিয়মিত যাতায়াত করছে সেতুটি দিয়ে। আরএফএলের কসমিক ডোরের বিজ্ঞাপনচিত্রটি প্রচারে এসেছে এ সপ্তাহেই।

মন্তব্যসাতদিনের সেরা