kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

আহা অক্ষয়!

রংবেরং ডেস্ক   

১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআহা অক্ষয়!

বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও রান্নাঘরে অক্ষয় কুমার তাঁর মেধা দেখাতে পারেননি। ইনস্টাগ্রামে অক্ষয়পত্নী টুইঙ্কেল খান্নার পোস্ট দেখে এমনটাই মনে হচ্ছে। ১১ ডিসেম্বর সকালে ইনস্টাগ্রামে টুইঙ্কেল পুরনো একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, অক্ষয়ের হাতে ঘন কালো রঙের কফিতে মাখামাখি হয়ে থাকা কফিসহ একটি কাপ। বলাই বাহুল্য, কফিপাগল বউয়ের জন্যই ছিল ‘রুস্তম’ তারকার এই ব্যর্থ প্রয়াস। পোস্টের ক্যাপশনে টুইঙ্কেল লেখেন, ‘কাঠপেন্সিলের যেমন গ্রাফাইট দরকার হয়, লেখকদেরও তেমনি কফি। কিন্তু এ কারণেই তাকে কখনোই আমার জন্য কফি বানাতে বলি না! #পেছন ফিরে দেখা #লেখক দুর্ভাগ্য’। ভক্তদের অবশ্য ‘মিসেস ফানিবোন’ লেখকের দুর্ভাগ্যে মোটেই ব্যথিত হতে দেখা যায়নি। পোস্টের নিচে সবাই বেশ মজার মজার মন্তব্যই করেছে।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী থেকে এখন জনপ্রিয় লেখক টুইঙ্কেল খান্না। গত বছর তাঁর বই ‘পাজামাস আর ফরগিভিং’ ভারতে লেখিকাদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের তালিকায় শীর্ষে ছিল। অক্ষয় এখন ব্যস্ত নতুন ছবি ‘গুড নিউজ’-এর প্রচারণা নিয়ে।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা