kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

টুইটে সেরা

রংবেরং ডেস্ক   

১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটুইটে সেরা

সোনাক্ষী সিনহা

ভারতের বিনোদন তারকাদের টুইটার হ্যান্ডেল থেকে এ বছর সবচেয়ে বেশি টুইট করা হয়েছে অমিতাভ বচ্চন ও সোনাক্ষী সিনহার অ্যাকাউন্ট থেকে। ‘টুইট ইন্ডিয়া’ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। প্রতিবছর ডিসেম্বরে ‘টুইট ইন্ডিয়া’ বিনোদন, ক্রীড়া ও রাজনীতি বিভাগে মাইক্রো ব্লগিং সাইটে সর্বাধিক টুইট করা এবং টুইট হওয়া অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করে। ২০১৯ সালের তালিকায় ‘শীর্ষ বিনোদন হ্যান্ডেল পুরুষ’ বিভাগে এক নম্বরে রয়েছে ‘বিগ বি’র নাম। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে অক্ষয় কুমার ও সালমান খান। এ ছাড়া শীর্ষ দশে রয়েছেন গায়ক এ আর রহমান, অভিনেতা রণবীর সিং ও অজয় দেবগণ। ‘শীর্ষ বিনোদন হ্যান্ডেল নারী’ বিভাগে সবাইকে টপকে শীর্ষে স্থান করে নিয়েছেন ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দ্বিতীয় আনুশকা শর্মা, তৃতীয় লতা মুঙ্গেশকর। নারী তালিকায় শীর্ষ দশের মধ্যে আরো আছেন মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও সানি লিওন।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা