kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

নতুন বছরে বিয়ে?

রংবেরং ডেস্ক   

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনতুন বছরে বিয়ে?

রনবির-আলিয়া

শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম। কিন্তু বলিউডপাড়ায় এ বছর বিয়ের শোরগোল ঠিক জমছে না এখনো। তবে বিয়ের গুঞ্জন কিন্তু চলছেই। বছরজুড়েই কেন্দ্রবিন্দুতে ছিল আলিয়া-রণবিরের বিয়ের গুজব। এমনকি তাঁদের বিয়ের ভুয়া কার্ডের ছবি পর্যন্ত ভাইরাল হয়। আগস্টে প্রেমের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার পর থেকেই ধারণা করা হচ্ছিল, বছর শেষে বিয়ে করছেন তাঁরা। কিন্তু বছর শেষে আবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। আসছে জানুয়ারিতে নাকি রণবির-আলিয়ার বিয়ের ফুল ফুটছে। গুঞ্জন আরো জোরালো হয়, যখন জানা যায় দুজনই তাঁদের কাজের শিডিউল থেকে এক মাসের ছুটি নিচ্ছেন। আরো শোনা যাচ্ছে, আলিয়া-রণবির তাঁদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ভূস্বর্গ কাশ্মীরকে বেছে নিয়েছেন। ২০১৭ সালে ‘রাজি’ ছবির শুটিংয়ে গিয়ে কাশ্মীরের প্রেমে পড়েন আলিয়া। সেটা তিনি গণমাধ্যমকে জানাতেও ভোলেননি। তবে দুজনের কেউই এখনো এ বিষয়ে মুখ খোলেননি। এত গুজবের মধ্যেও আলিয়া ও রণবির দুজনই বরাবরই বলে আসছেন, বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তাঁরা। উল্লেখ্য, অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার একসঙ্গে আসছেন এই জুটি। এ ছাড়া রণবির কাপুর এখন ‘সমশেরা’ ছবির কাজে ব্যস্ত। আর আলিয়ার হাতেও রয়েছে ‘সাদাক ২’, ‘গাঙ্গুবাই কাতিয়াওয়াড়ি’সহ বেশ কয়েকটি ছবির কাজ।

মন্তব্যসাতদিনের সেরা