kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

ব্রেকআপ, না প্রচারণা?

রংবেরং ডেস্ক   

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রেকআপ, না প্রচারণা?

ঘটনার শুরুটা হয় ‘কফি উইথ করণ’-এর শো থেকে। সেখানে এক প্রশ্নের জবাবে সাইফতনয়া সারা আলী খান জানান, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান তিনি। এর পরই আসে এই যুগলের প্রথম ছবি ‘আজকাল’-এর খবর। ছবির শুটিংয়ের পুরো সময় সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা যেত। বলিউডে তখন দুজনের প্রেমের জোর গুঞ্জন শুরু হয়। ‘আজকাল’-এর পর কার্তিক শুরু করেন ‘পতি, পত্নী অউর ওহ’-এর শুটিং। তারপর আবার সারার বদলে অনন্যা পাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায় কার্তিককে। অনন্যার জন্যই সারার সঙ্গে বিচ্ছেদ হয়েছে— এমন গুঞ্জন ভেসে বেড়ায় বলিউডের বাতাসে। কেউ কেউ আবার মুখ বাঁকিয়ে বলেই ফেলেন, ‘প্রেম-বিচ্ছেদ কিছু না, আসলে সবই প্রচারণার কৌশল।’ সম্প্রতি আবার আলোচনায় এসেছে কার্তিক-সারার বিচ্ছেদ। ‘আজকাল’-এর বেশির ভাগ শুটিং শেষ হলেও অল্প কিছু বাকি ছিল। পরিচালক ইমতিয়াজ আলী সেই শুটিংয়ের জন্য শিডিউল চাইলে কার্তিক জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ দৃশ্য না হলে তিনি আর এই ছবির শুটিং করতে চান না। অনেকেই বলছেন, সারার জন্যই শুটিংয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন কার্তিক। নিন্দুকেরা অবশ্য যথারীতি মুখ বাঁকিয়ে বলেছেন—ওসব কিছু না, সবই প্রচারণা।

মন্তব্যসাতদিনের সেরা