kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

সমুদ্র সৈকতে প্রিমিয়ার

৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসমুদ্র সৈকতে প্রিমিয়ার

কক্সবাজার সমুদ্রসৈকতের সার্ফারদের জীবন নিয়ে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’। তাই ৬ ডিসেম্বর কক্সবাজারের হোটেল সাইমনের সামনে বড় পর্দা বানিয়ে প্রিমিয়ার করা হয় ছবিটির। এবারই প্রথম সেখানে কোনো ছবির প্রিমিয়ার হলো। এতে ছবির পরিচালক অংশু, প্রযোজক মাহবুব রহমান, নির্বাহী প্রযোজক জেফার রহমান, অভিনয়শিল্পী শরিফুল রাজ, সুনেরাহ বিনতে কামাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরো ছিলেন যাঁর জীবনের ঘটনা শুনে ছবিটি নির্মিত সেই সার্ফার নাসিমা, কয়েকজন স্থানীয় সার্ফার এবং দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্যসাতদিনের সেরা