kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

ডিপ্লোমা ইন হায়ার স্টাডিজ

রংবেরং প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিপ্লোমা ইন হায়ার স্টাডিজ

যুক্তরাজ্যের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ‘ডিপ্লোমা ইন হাইয়ার স্টাডিজ’ ডিগ্রি অর্জন করলেন মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালের ‘ক্লোজআপ ওয়ান’ বিজয়িনী নিজেই ফেসবুকে এই ডিগ্রির সার্টিফিকেটের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সংসার, সন্তান, সংগীত—নানা ব্যস্ততার পরও সালমার শিক্ষাজীবনের এই সফলতায় বেশ উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। গায়িকা নিজেও বেশ আনন্দিত! বলেন, ‘সত্যিই আমি আজ আনন্দিত। শত ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছি। এই অর্জন সম্ভব হয়েছে, আমার স্বামী সানাউল্লাহ নূর সাগরের উৎসাহে। আমি বিশ্বাস করি, এমন স্বামী থাকলে মেয়েরা ঘরকুনো হয়ে নয়, মাথা উঁচু করে সমাজে কাজ করতে পারবে।’ শিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে সালমা গড়ে তুলেছেন ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’। কিছুদিন আগে ময়মনসিংহের হালুয়াঘাট বড় দাসপাড়ায় ৩০০ শিশুকে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম প্রদানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। সালমা সম্প্রতি ‘প্রেম রসে মজাইয়া’ শিরোনামে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন। শিগগিরই গানটি প্রকাশিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা