kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

টিভি হাইলাইটস

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

শাহরুখ খান স্পেশাল

ফ্যামিলি অ্যান্ড ফান

এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন শো ‘সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান’। প্রতি পর্বে থাকবে কুইজ ও রান্নার প্রতিযোগিতাসহ বিভিন্ন রোমাঞ্চকর রাউন্ড। বিচারকার্য করবেন রন্ধনশিল্পী নাহিদ ওসমান। উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা।

 

ব্যাচেলর পয়েন্ট

বাংলাভিশনে চলছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দ্বিতীয় মৌসুম। সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক নাটকটি। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া মিম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, ইরফান সাজ্জাদ প্রমুখ।

 

শাহরুখ খান স্পেশাল

প্রায় তিন দশক ধরে বলিউডে কাজ করে যাচ্ছেন শাহরুখ খান। তাঁর সাক্ষাৎকার নিয়ে আজকের বিশেষ ‘টকিং মুভিজ’। ‘কিং খান’-এর সঙ্গে কথা বলেছেন টিম ব্রুক। দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

 

চুনি পান্না

বিয়ের পরই চুনি জানতে পারে শ্বশুরবাড়িতে ভূতের অস্তিত্ব আছে! সেই ভূত চায় পরিবারটিকে উত্খাত করতে। সে জন্য বাড়িতে নতুন শিশু জন্মাতে দেয় না। নতুন এই ধারাবাহিক দেখা যাবে রাত ১১টায়।

মন্তব্যসাতদিনের সেরা