kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংসার ভাঙতে চাননি, তাই...

রংবেরং ডেস্ক   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংসার ভাঙতে চাননি, তাই...

ষাট ও সত্তরের দশকের তারকা অভিনেত্রী আশা পারেখ। রাজেশ খান্না, মনোজ কুমার, দিলীপ কুমার, অমিতাভ বচ্চনসহ বলিউডের খ্যাতিমান সব অভিনেতার সঙ্গে পর্দায় জুটি বাঁধলেও বাস্তব জীবনে রয়ে গেছেন একা। এত বছর পর এসে একা থাকার কারণ জানালেন ৭৭ বছর বয়সী অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কাটি পতঙ’ অভিনেত্রী জানিয়েছেন, নির্মাতা নাসির হুসেনকে ভালোবেসেছিলেন। কিন্তু তাঁর আত্মসম্মানে বেধেছিল কারো ঘর ভেঙে তাঁকে বিয়ে করতে। তাই প্রচণ্ড ভালোবাসা বুকে নিয়েও বিয়ে না করে একা ছিলেন জীবনভর। তিনি আরো বলেন, ‘আমার বিয়েটা মায়ের খুব কাঙ্ক্ষিত ছিল। আমিও বিয়ে করতে চাইনি এমন নয়। তবে আর কাউকে মনে ধরেনি।’ নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন ‘এখনকার তরুণরা হুটহাট সম্পর্ক গড়ছে আর ভাঙছে। সমঝোতার অভাবই এর কারণ। বিয়ে মানে রংধনু আর প্রজাপতি নয়, বিয়ে মানে দুটি মানুষ একে অপরের ভালো-খারাপসহই ভালোবাসবে।’

সূত্র : মিড ডে

মন্তব্যসাতদিনের সেরা