kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

গুজবই সত্যি হলো

বিয়ে করলেন সৃজিত-মিথিলা

রংবেরং প্রতিবেদক   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিয়ে করলেন সৃজিত-মিথিলা

নভেম্বরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। দুজনই তখন বিয়ে করার কথা অস্বীকার করেছিলেন। অবশ্য সম্পর্কের কথা স্বীকার করেছিলেন, তবে সেটা যে প্রেমের সম্পর্ক, তা বলেননি। অবশেষে ‘গুজব’ই সত্যি হলো। গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিতের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তাঁরা। গতকাল দুপুরে মিথিলাই বিয়ের খবর দেন। বলেন, ‘একেবারেই ঘরোয়া পরিবেশে আমরা রেজিস্ট্রি বিয়ে করতে যাচ্ছি। আনুষ্ঠানিকতা শেষে দুই পরিবারের সবাই মিলে একটি হোটেলে রাতের খাবার খাব।’

বিয়ের প্রস্তুতি নিয়েছেন দুজন মিলেই। মিথিলা নিজ হাতে ঘর সাজিয়েছেন, ঢাকা-কলকাতায় দুজন মিলে করেছেন কেনাকাটা। ‘বিয়েতে সৃজিত পায়জামা-পাঞ্জাবির সঙ্গে পরবে জওহর কোট আর আমি পরব জামদানি শাড়ি।’ বললেন মিথিলা। আরো জানালেন, বিয়েতে তাঁর বাবা উপহার হিসেবে ঢাকা থেকে দুই কেজি ওজনের চারটি ইলিশ মাছ এনেছেন। কারণ সৃজিতের পরিবারের সবাই পদ্মার ইলিশের ভীষণ ভক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর স্বীকার করেছেন সৃজিত। মিথিলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সাদাকালো একটি ছবি একযোগে ফেসবুক ও টুইটারে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দেন নিজের ছবি ‘জাতিস্মর’-এ কবির সুমনের গাওয়া গানের কিছু লাইন, ‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি/চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়/খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়।’

আজ সকালেই জেনেভায় যাবেন নব দম্পতি। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবেন মিথিলা। রেজিস্ট্রেশনের পর আরো কিছু কাজ আছে সেখানে। এই সুযোগে হানিমুনও সেরে নেবেন বলে জানান মিথিলা।

মন্তব্যসাতদিনের সেরা