kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বাগদান সারলেন এমা?

রংবেরং ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগদান সারলেন এমা?

প্রেমিক নির্মাতা ডেভ ম্যাকোরির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। এ গুঞ্জন আরো জোরালো হলো বুধবার ডেভের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্টের পর। যুগলের ঘনিষ্ঠ সেই ছবিতে দেখা যাচ্ছে এমার অনামিকায় মুক্তা ও হীরাখচিত আংটি, হাসিমুখে এমা সেটি দেখাচ্ছেন। পোস্টে কোনো সুস্পষ্ট বার্তা না থাকলেও এমার হাসিমুখ আর আংটি দেখেই সবাই যা বোঝার বুঝে নিয়েছেন। গত বছর গণমাধ্যমকে বিয়ে নিয়ে নিজের ইচ্ছার কথাও জানিয়েছিলেন এমা। বলেছিলেন, একসময় বিয়ে পছন্দ না করলেও বয়স বাড়ার পর এখন তিনি বিয়ে ও সন্তান চান। এমার সেই ইচ্ছাই কি এবার পূরণ হতে চলেছে? ভক্তরা  অন্তত তাই ভাবছেন। ২০১৭ সালের শেষের দিকে তাঁদের সম্পর্কের খবর চাউর হলেও এমা-ডেভের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

 

সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা