সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি
তিমির নন্দী
ব্যাচেলর পয়েন্ট
বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট : সিজন ২’। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা এ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ প্রমুখ।
তোমায় গান শোনাবো
মাছরাঙা টিভিতে রাত ১১টায় রয়েছে বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। সরাসরি এ আয়োজনে আজ গান পরিবেশন করবেন তিমির নন্দী। দর্শকরাও ফোন কলের মাধ্যমে পছন্দের গানের অনুরোধ করতে পারবেন। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।
দ্য সেলফি জেনারেশন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাইক’ পাওয়ার লোভ সেলফি প্রজন্ম তৈরি করেছে। তরুণ প্রজন্ম ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করছে ছবি তোলার পেছনে। এই প্রবণতার নেতিবাচক দিক নিয়ে তথ্যচিত্রটি দেখা যাবে রাত ১১টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।
কুলফি কুমার বাজেওয়ালা
বাবার মতোই কুলফি গান করে। কিন্তু অনেকেই চায় না সে গান করুক। কিন্তু কুলফিকে কি আর গান থেকে দূরে সরিয়ে রাখা যায়! বাংলা ‘পটলকুমার গানওয়ালা’র হিন্দি রিমেক। ধারাবাহিকটি দেখা যাবে সন্ধ্যা ৭টায়, স্টার প্লাসে।
মন্তব্য