kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

ঢালিউড মিশন

রংবেরং প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢালিউড মিশন

বিশ্বের নামকরা মডেলদের একজন বাংলাদেশের আসিফ আজিম। ভারতের বড় বড় কম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। মুম্বাইতেও জনপ্রিয়। ‘বিগ বস সিজন ৭’-এর প্রতিযোগী আসিফ এবার অভিনয় শুরু করতে যাচ্ছেন ঢাকাই ছবিতে। সঙ্গে প্রযোজনাও। আসিফ বলেন, ‘আমি বাংলাদেশের সন্তান। মুম্বাইতে ব্যবসা থাকলেও ঢাকায় নতুন করে শুরু করতে চাই। একটা প্রডাকশন হাউসের কথা ভেবেছি।  কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও হয়েছে। তাঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ এদিকে অনন্য মামুনের ‘সাইকো’ ছবি দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেকের কথা রয়েছে আসিফের। ছবিটিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে পূজা চেরী অভিনয় করবেন বলে জানা গেছে। অন্যদিকে বলিউডে আসিফ অভিনীত ‘গলি মে চান্দ নিকলা’ মুক্তি প্রতীক্ষায় রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা