kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

বড় পরিচালকরা নেননি

রংবেরং ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবড় পরিচালকরা নেননি

বলিউডের সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। তাঁর উন্নতির পথ এত সহজ ছিল না। সব সময় নতুন পরিচালকদের সঙ্গে কাজ করেই তাঁকে ছবি হিট করতে হয়েছে। ইন্ডাস্ট্রির বড় পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ তেমন পাননি। ‘গুড নিউজ’-এ ২১তম নতুন পরিচালকের [রাজ মেহতা] সঙ্গে কাজ করলেন অক্ষয়। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান ‘খিলাড়ি’ অভিনেতা। বলেন, ‘নতুন পরিচালকদের সঙ্গে কাজ করি কারণ নামি পরিচালকরা আমাকে ছবিতে নেন না। আর এটাই সত্যি। সত্যিটা হলো, বিখ্যাতরা আপনাকে নিয়ে কাজ না করলে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে বসে থেকে ভাবার সুযোগ নেই, দক্ষ হয়েও কেন আমাকে কেউ কাজ দিচ্ছে না।’ গণমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারে অক্ষয় আরো বলেন, ‘বড় পরিচালকরা শুধু নামিদের কাছেই যান। তাঁরা খান ও কাপুরদের সঙ্গেই কাজ করতে চান। তাতে কী হয়েছে! নিজের রাস্তা নিজেই তৈরি করে নিয়েছি। বড় পরিচালকরা আমার সঙ্গে কাজ না করলেও তাঁরা আমার সিনেমা ঠিকই প্রযোজনা করেছেন।’

উল্লেখ্য, ‘গুড নিউজ’-এ কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয়। ছবিটি অক্ষয় ও করণ জোহর যৌথভাবে প্রযোজনা করেছেন।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা