kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

উপস্থাপনায় তাঁরা

রংবেরং প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপস্থাপনায় তাঁরা

৮ ডিসেম্বর প্রদান করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দেবেন। বরাবরের মতো থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা। তথ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমি ও পূর্ণিমা একসঙ্গে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মঞ্চের গুরুত্ব স্বাভাবিকভাবেই আলাদা। উপস্থিত থাকবেন রাষ্ট্রের বড় বড় ব্যক্তিসহ চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এমন মঞ্চে উপস্থাপনার সুযোগে অবশ্যই উচ্ছ্বসিত হয়েছি।’ ফেরদৌস ও পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ছবিতে অভিনয় করছেন। ২০১৮ সালে সেরা অভিনেতা হিসেবে ফেরদৌস নিজেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা