kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

সৈয়দ হকের নীল দংশন নিয়ে নাটক

রংবেরং প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নীল দংশন’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে নাটক। মনি হায়দারের নাট্যরূপে এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এই নাটকে জাতীয় কবি কাজী নজরুলের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। গল্পে দেখা যাবে, কাজী নজরুল ইসলাম নামে একজন বাঙালিকে ধরে নিয়ে যায় পাকিস্তানিরা। ভাবে তিনিই কবি নজরুল। লোকটি বারবার বোঝানোর চেষ্টা করে ভুল হচ্ছে। কিন্তু তারা সেটা বিশ্বাস করে না। উল্টো নজরুলের মতো কবিতা লেখার জন্য চাপ দিতে থাকে। শুরু করে নানা ধরনের অত্যাচার। পরিচালক হাসান রেজাউল বলেন, ‘সৈয়দ শামসুল হকের উপন্যাস থেকে নাটক নির্মাণ করতে পেরেছি। এটাই অনেক গর্বের। কবি নজরুলের চরিত্রটির জন্য মোশাররফ করিমের বিকল্প ছিল না। তিনি দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। আশা করি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

মন্তব্যসাতদিনের সেরা