kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

চলচ্চিত্র

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচলচ্চিত্র

শত্রু শত্রু খেলা : অভিনয়ে মান্না, মৌসুমী, স্বাগতা। পরিচালনায় জয়নাল আবেদীন। বিকেল ৩টা, একুশে টিভি।

গল্পসূত্র : বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহপাঠী নদীকে নিয়ে প্রশাসনিক ট্রেনিংয়ে যায় সাগর। দুজন দুজনকে ভালোবাসলেও কেউ মুখ ফুটে বলে না। ট্রেনিংয়েই তাদের সঙ্গে পরিচয় ঝিনুকের। সাগরের প্রেমে পড়ে ঝিনুক। সাগর সায় না দিলে ঝিনুক নামে প্রতিশোধে।

 

দেয়া নেয়া : অভিনয়ে উত্তম কুমার, তনুজা। পরিচালনায় সুনীল ব্যানার্জি। রাত ৯টা ৩০ মিনিট, জি বাংলা সিনেমা।

গল্পসূত্র : প্রশান্ত কুমার রায় লখনউয়ের বড় শিল্পপতির ছেলে। কিন্তু ব্যবসায় মন নেই তার, চায় গায়ক হতে। ফলে ব্যবসায় অনিবার্য লোকসান। এ নিয়ে বাবার সঙ্গে ঝামেলা হয়। নিজের স্বপ্ন সত্যি করতে বাড়ি ছেড়ে কলকাতায় বাস শুরু করে প্রশান্ত।

 

সিক্রেট সুপারস্টার : অভিনয়ে জাইরা ওয়াসিম, আমির খান। পরিচালক অদ্বৈত চন্দন। বিকেল ৩টা ৩৬ মিনিট, জি সিনেমা।

গল্পসূত্র : রক্ষণশীল মুসলিম পরিবারের কিশোরী ইনসিয়া গাইতে চায়। কিন্তু বাবা কিছুতেই তা মানতে পারে না। মেয়ের গিটার ভেঙে ফেলে। কিন্তু ইনসিয়াকে থামায় কে? ঠিকই সে বোরকা পরে নিজের গানের ভিডিও একের পর এক আপলোড করে ইউটিউবে। একসময় তুমুল জনপ্রিয় হয়ে ওঠে সে। তাকে সাহায্য করে এক সুরকার।

 

সল্ট : অভিনয়ে অ্যাঞ্জেলিনা জোলি, পরিচালনায় পিলিপ নয়েচ। রাত ১১টা ৩৫ মিনিট, মুভিজ নাউ।

গল্পসূত্র : দুরন্ত সিআইএ এজেন্ট ইভলিন সল্ট। হঠাৎই খবর রটে তিনি নাকি রাশিয়ান গুপ্তচর! নিজেকে নির্দোষ প্রমাণে বেপরোয়া সল্ট জীবন বাজি রাখে।

মন্তব্যসাতদিনের সেরা