kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

টিভি হাইলাইটস

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

ফাতমাগুল

ফাতমাগুল

রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে রয়েছে বাংলায় ডাবিং করা তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’। গ্রামের এক সাধারণ মেয়ের অসাধরণ হয়ে ওঠা ও তার জীবন সংগ্রামের নানা দিক ফুটে উঠেছে গল্পে।

 

ক্যারিয়ার গাইড

একুশে টেলিভিশনে রাত ৮টায় রয়েছে ‘ক্যারিয়ার গাইড’। আজকের বিষয় ‘সফল ব্যাংকার হতে করণীয়’। অতিথি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ। উপস্থাপনায় গোলাম সামদানী ডন।

 

হাওয়াই ফাইভ-

বাবার খুনিকে খুঁজতে ওয়াহুতে নিজের বাড়িতে ফেরেন স্টিভ। গভর্নর তাঁকে প্রস্তাব দেন এই কাজে তাঁর নিজস্ব টাস্কফোর্সকে (ফাইভ-ও) সঙ্গে নিতে। শুরু হয় অভিযান। চলছে পুলিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘হাওয়াই ফাইভ-ও’র পঞ্চম সিজন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্কট কান, অ্যালেক্স ও’লফলিন। দেখা যাবে বিকেল ৫টায়, এএক্সএনে।

 

বিগ বস ১৩

এই রিয়ালিটি শোর ১৩তম আসর ব্যাপক জনপ্রিয় হয়েছে। এর মধ্যেই সিজনের পর্ব সংখ্যা বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। ‘বিগ বস’ উপস্থাপনায় যথারীতি সালমান খান। আজকের পর্ব রাত ১১টায়, কালার্সে।

মন্তব্যসাতদিনের সেরা