kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

টিভি হাইলাইটস

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

দিনাত জাহান মুন্নী

পরম্পরা

এনটিভিতে রাত ১১টা ২০ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘পরম্পরা’। গাইবেন দিনাত জাহান মুন্নী, অনুপমা মুক্তি, সন্দীপন, পুলক, সানি জুবায়ের, অনিমা রায় ও সাব্বির। উপস্থাপনা পুতুল।

 

সুরের বাঁধনে

মাছরাঙা টিভিতে রাত ১১টায় রয়েছে বিষয়ভিত্তিক গান, আড্ডা ও পরিবেশনা নিয়ে অনুষ্ঠান ‘সুরের বাঁধনে’। আজকের বিষয় ‘প্রেম’। আজকের শিল্পী জান্নাতে রুম্মান তিথি। বিশেষ অতিথি মারুফুল ইসলাম। উপস্থাপনা অদিতি মহসিন।

 

লাইসেন্স টু হেইট

অভিবাসীদের প্রতি অবজ্ঞা পশ্চিমা বিশ্বে নতুন কিছু নয়। গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের পেছনে রয়েছে শ্রেণি ও বর্ণবৈষম্য। প্রচারিত হবে ৭টা ৩০ মিনিটে আলজাজিরায়।

 

পারফেক্ট হারমনি

প্রায় কিছুই না জেনে ব্রাডলি উইটফোর্ট এক গির্জার সংগীত শিক্ষক হিসেবে নিয়োগ পান। ঘটতে থাকে নানা মজার ঘটনা। নতুন শুরু হওয়া এই মিউজিক্যাল কমেডির আজকের পর্ব রাত ৮টায়, স্টার ওয়ার্ল্ডে।

মন্তব্যসাতদিনের সেরা