kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

আরো খবর

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► তানিম রহমান অংশুর ‘ন ডরাই’-এর সংলাপে আপত্তি জানিয়ে ছবিটির সেন্সর ছাড়পত্র আটকে দিল সেন্সর বোর্ড। সংলাপ কর্তনসাপেক্ষে ছাড়পত্র দিতে রাজি বোর্ড।

► দেশীয় নতুন ছবি মুক্তি না পাওয়ায় গতকাল দেশের ৪০টি হলে মুক্তি পেয়েছে বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি অভিনীত ভারতীয় বাংলা ছবি ‘জানবাজ’।

► আলোকচিত্রী কোরি ট্রানের সঙ্গে অভিনেত্রী ফ্রিদা পিন্টোর বাগদান সম্পন্ন হয়েছে।

► কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুর ‘দোস্তানা ২’-এর পাঞ্জাব অংশের শুটিং শেষ করেছেন।

► ক্যাটরিনা কাইফ বলেছেন, সামনে ‘জিরো’র মতো আরো চরিত্র করতে চান। আনন্দ এল রাইয়ের ছবিটি ফ্লপ হলেও প্রথমবারের মতো অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পান ক্যাট।

► অস্ট্রেলিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অল্পের জন্য  বিষাক্ত সাপের কামড় থেকে বেঁচেছেন হলিউড অভিনেতা ম্যাথু ম্যাকনাহে।

মন্তব্যসাতদিনের সেরা