kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

মিউজিক ভিডিওতে আমিন

রংবেরং প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিউজিক ভিডিওতে আমিন

চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও নাটক-টেলিছবিতে দেখা যায় আমিন খানকে। তবে মিউজিক ভিডিওতে খুব একটা দেখা যায় না তাঁকে। গত বছর প্রথমবার মডেল হয়েছিলেন শিশুশিল্পী আতিকুর রহমান মমর গানে। এবার দ্বিতীয়বারের মতো মডেল হলেন শওকত আলী ইমনের সংগীতে শারমিন পলির গাওয়া ‘রাজকুমারী’ গানের ভিডিওতে। পর্দায় আমিন খানের সঙ্গে দেখা যাবে গানটির শিল্পীকেও। এফডিসির ৪ নম্বর ফ্লোরে পাঁচটি আলাদা সেট নির্মাণ করে হয়েছে শুটিং। কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনা করেছেন হাবিব রহমান। ‘হৃদয় আমার’ অভিনেতা বলেন, ‘গানটির মধ্যে বাংলাদেশের শিকড়ের কথা আছে। ফোক-আধুনিকের এক দারুণ মিশেল। শওকত আলী ইমন ফিউশনের ক্ষেত্রে বস। তিনি সংগীত করেছেন শুনেই মডেল হতে রাজি হয়েছি।’

পলি শারমিন বলেন, ‘অনেক দিন ধরেই গান করছি। সব সময় চেয়েছি একটা মনের মতো মৌলিক গান তৈরি করব। এবার সেই চাওয়া পূর্ণ হয়েছে। আশা করছি, গানের মতো ভিডিওটিও সবার ভালো লাগবে।’

মন্তব্যসাতদিনের সেরা