kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

এক মাস অপেক্ষা

রংবেরং প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক মাস অপেক্ষা

‘ইত্তেফাক’-এ পরিচালক রায়হান রাফি ও অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে প্রথমবার অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। কথা ছিল নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে টানা ছবির শুটিং হবে। সে জন্য পুরো মাসটি ‘ইত্তেফাক’-এর জন্য বরাদ্দ রেখেছিলেন মিম। নতুন অনেক প্রস্তাব এলেও হাতে নেননি কোনোটিই। কিন্তু নভেম্বরের প্রথমে তো হলোই না এখন শেষ সপ্তাহে গিয়ে শুটিং হবে কি না তা নিশ্চিত করে বলতে পারছেন না মিম। ‘সাপলুডু’ অভিনেত্রী বলেন, ‘পরিচালক অবশ্য চেষ্টার ত্রুটি রাখছেন না। কয়েকবার লোকেশন দেখে এসেছেন। সব চূড়ান্তই ছিল, আমরাও শুটিংয়ের জন্য প্রস্তুত। হঠাৎ করে কোনো এক কারণে পেছাতে হয়। স্পটে আর পৌঁছানো হয় না আমাদের। পরিচালক অবশ্য বলছেন, সামনের সপ্তাহেই সিলেটে হবে শুটিং। এখন দেখা যাক! মাঝখান থেকে আমি মাসখানেক অপেক্ষা করে গেলাম।’

মন্তব্যসাতদিনের সেরা