শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি
সাঁতার
সাঁতার
চ্যানেল আইয়ে বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে টেলিছবি ‘সাঁতার’। রচনায় তুষার কান্তি সরকার, পরিচালনায় গোলাম হাবিব লিটু। অভিনয়ে চম্পা, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, শিশুশিল্পী তানি প্রমুখ। সূচনা সংগীত গেয়েছেন খায়রুল ওয়াসী। টেলিফিল্মটি নির্মিত হয়েছে মানবিক গল্প নিয়ে।
ইচ্ছে গানের দুপুর
মাছরাঙা টেলিভিশনে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ফোনোলাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুর’। আজকের অতিথি রেশমী রিংকু। পরিবেশনার ফাঁকে ফাঁকে গানগুলো নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন গায়িকা। উপস্থাপনায় দিঠি আনোয়ার।
এক্সপেডিশন আননোন
পরিব্রাজক জশ গেটস মূলত রহস্যময় বিষয় নিয়ে খোঁজখবর করেন। দুনিয়ার নানা প্রান্তে গিয়ে প্রচলিত ধারণার বাইরে প্রকৃত সত্য তুলে আনার চেষ্টা করেন। আজকের পর্ব সকাল ১১টায়, ডিসকভারি চ্যানেলে।
কনক কাঁকন
দুই বোন কাঁকন আর কনকের গল্প। মৃত্যুর আগে তাদের বাবার ইচ্ছা ছিল মেয়ে দৌড়বিদ হবে। বাবার মতোই দৌড়বিদ হওয়ার চ্যালেঞ্জে নামে কনক। প্রধান দুই চরিত্র করেছেন শ্বেতা ভট্টাচার্য ও শ্রাবণী তুনিয়া। দেখা যাবে বিকেল ৫টায়, কালারস বাংলায়।
মন্তব্য