kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

আরো খবর

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►  কাজলের সঙ্গে কাজ করলে মনে হয় ঘর শুটিং সেটে চলে এসেছে, মত অজয় দেবগণের। দুজনের একসঙ্গে করা নতুন ছবি ‘তানহাজি’ মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি।

►  গতকাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার ৫০তম আসর উদ্বোধন করেছেন অমিতাভ বচ্চন ও রজনীকান্ত।

►  মৌনী রায় মনে করেন অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ তাঁর ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। ছবিতে আরো আছেন অমিতাভ বচ্চন, রণবির কাপুর ও আলিয়া ভাট।

►  মুক্তির চতুর্থ সপ্তাহে অক্ষয় কুমারের ‘হাউসফুল ৪’ ২০০ কোটি রুপি ব্যবসা পূর্ণ করেছে।

►  অক্ষয় কুমারের সঙ্গে তিন ছবির চুক্তি করেছে যশরাজ ফিল্মস। তবে এ বিষয়ে কারো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

►  করণ জোহরের প্রযোজনা সংস্থার পরের ছবিতে সহপ্রযোজক হিসেবে থাকবেন দীপিকা পাড়ুকোন।

►  একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হয়েছেন হ্যালি বেরি।

►  ড্যানিয়েল ক্রেগ মনে করেন ‘গেম অব থ্রোনস’খ্যাত এমিলিয়া ক্লার্ক নতুন বন্ড হতে পারেন।

মন্তব্যসাতদিনের সেরা