শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন শ্রদ্ধা কাপুর। তাঁর অভিনীত ‘স্ত্রী’ ও ‘ছিঁচোড়ে’ ১০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। তবে টানা সাফল্যে শ্রদ্ধা শুধু অভিনয় নয়, মন দিতে চান নারী ক্ষমতায়নেও। ‘কসমোপলিটন ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমরা যারা এই পেশায় আছি নারী ক্ষমতায়নে অবদান রাখা তাদের বড় দায়িত্ব। নারীদের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখা আমার অনেক দিনের স্বপ্ন।’ শ্রদ্ধা মনে করেন বৈশ্বিক বাস্তবতায় নারী ক্ষমতায়নের দিক থেকে ভারত অনেক পিছিয়ে। তাঁর মতে, সমাজে পরিচিত মানুষরা এগিয়ে এলে অবস্থার বদল আরো সহজ হবে, ‘নারী ক্ষমতায়নের দিক থেকে বিবেচনা করলে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। কিন্তু এখন সচেতনতা বেড়েছে, ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। এই বদলের পুরো কৃতিত্ব সারা দেশে ছড়িয়ে থাকা হার না মানা নারীদেরই। সিনেমাজগতের কথা বললে কয়েক বছর আগেও বলিউডে কোনো নারী মেকআপ শিল্পী ছিল না। এখন মেকআপ তো বটেই, প্রতিটি ক্ষেত্রেই প্রচুর নারী কাজ করে।’
সূত্র : ইন্ডিয়া টুডে
মন্তব্য