kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

চিরকুটের প্রথম দেশাত্মবোধক গান

রংবেরং প্রতিবেদক   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিরকুটের প্রথম দেশাত্মবোধক গান

প্রায় দেড় যুগের ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশাত্মবোধক গান করেছে ব্যান্ড ‘চিরকুট’। বিজয়ের মাসে নিজেদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করবে তারা। গানটির নাম এখনো চূড়ান্ত হয়নি। ব্যান্ডের ভোকাল শারমীন সুলতানা সুমী বলেন, ‘এক যুগ ধরে আমরা একটা দেশাত্মবোধক গান করতে চেয়েছি। কিন্তু মনের মতো গান হচ্ছিল না। অবশেষে গানটি করতে পেরে ভালো লাগছে। গানটিতে দেশের কোন বিষয়বস্তু তুলে ধরা হয়েছে সেটা এখনই বলতে চাই না।’ তবে দেশাত্মবোধক গানটির আগে চলতি মাসের শেষ সপ্তাহে আরেকটি গান প্রকাশের কথা জানালেন সুমী। এটির শিরোনাম ‘গোলাপের কাঁটা’। এদিকে ‘দেখা হোক, দেখা হবে’ শিরোনামে আরেকটি গানও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে ব্যান্ডটি। এ দুটি গানও ভিডিও আকারে ‘চিরকুট’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তিনটি গানেরই কথা ও সুর করেছেন সুমী। সংগীতায়োজনে ‘চিরকুট’। সুমী বলেন, ‘গানের ক্ষেত্রে আমরা অডিওটাকেই প্রাধান্য দিই সব সময়। এই গানগুলোতেও অডিওতে জোর দেওয়া হয়েছে। ভিডিও করা হবে শুধু গানগুলো উপস্থাপনের জন্য।’

মন্তব্যসাতদিনের সেরা