kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

প্রেম স্বীকার

রংবেরং প্রতিবেদক   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রেম স্বীকার

কিছুদিন আগেই ওপার বাংলার একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পরোক্ষভাবে স্বীকার করেছিলেন প্রেমের কথা। এবার ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বললেন সম্পর্কে জড়ানোর বৃত্তান্ত। নতুন ছবি ‘রবিবার’-এর মুক্তি উপলক্ষে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে জয়া কথা বলেন অনেক প্রসঙ্গেই। তাঁর প্রেমের খবর গুজব কি না জানতে চাওয়া হলে বাংলাদেশি অভিনেত্রী বলেন, ‘না, গুজব নয়। সত্যি আমি একটা সম্পর্কে আছি। সে বাংলাদেশের। তবে সিনেমাজগতের কেউ নয়।’ প্রেমের কথা স্বীকার করার পর জয়াকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে নিয়েও। তবে অভিনেত্রী জানান, প্রেম করলেও বিয়ের বিষয়টি এখনো ভাবছেন না। এ ছাড়া জয়া কথা বলেন ২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেনে শুরুর অপেক্ষায় থাকা ভারত-বাংলাদেশ টেস্ট ক্রিকেট নিয়েও। ঐতিহাসিক এই দিবা-রাত্রির টেস্ট ম্যাচে দুই দলই প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে, যেখানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জয়া বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তখন শুটিংয়ে ব্যস্ত থাকব, খেলা দেখার জন্য মাঠে থাকতে পারব না। না হলে অবশ্যই ইডেনে গিয়ে বাংলাদেশের জন্য গলা ফাটাতাম।’

মন্তব্যসাতদিনের সেরা