kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

ফের মঞ্চনাটক লিখলেন তৌকীর

রংবেরং প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিনেতা ও নির্মাতা—দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা দেখিয়েছেন তৌকীর আহমেদ। একটা সময় নিয়মিত মঞ্চ অভিনেতা ছিলেন তিনি। মঞ্চের জন্য নাটকও লিখেছেন—‘প্রতিসরণ’ ও ‘ইচ্ছা মৃত্যু’। কিন্তু মাঝখানে দীর্ঘ বিরতি নিয়েছিলেন নাটক লেখায়। ফের বিরতি ভাঙলেন এই ‘জয়যাত্রা’ পরিচালক। মঞ্চের জন্য লিখেছেন নতুন নাটক। নাম চূড়ান্ত না হওয়া নাটকটি নিয়ে তৌকীর বলেন, ‘আগামী বছর নাট্যকেন্দ্রের প্রযোজনায় এটি মঞ্চে আসবে। নাটকের বিষয়বস্তু ও অন্য সব কিছু নিয়ে আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানাতে চাই। তবে মঞ্চের দর্শকদের এটুকু জানাতে চাই, তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’ তৌকীর ‘হালদা’ ছবির জন্য ২০১৭ সালের শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়েছেন। তাঁর পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ ও ‘জয়যাত্রা’ বিভিন্ন শাখায় পুরস্কার পায়।

মন্তব্য