kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

১৮ বছর পর এক ফ্রেমে

রংবেরং প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১৮ বছর পর এক ফ্রেমে

আসিফ আকবর ও আতিক হাসান—দুজনেরই সংগীতে পরিচিতি ইথুন বাবুর হাত ধরে। ২০০১ সালে প্রকাশিত আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের কথা ও সুর করেছিলেন ইথুন বাবু। সেই অ্যালবাম দিয়েই রাতারাতি তারকা বনে যান আসিফ। এর পরের বছর ইথুন বাবুর কথা ও সুরে আতিক হাসান প্রকাশ করেন নিজের প্রথম একক ‘মাধবী কি ছিল গো ভুল’। এ অ্যালবামটিও তখন সুপারহিট হয়। এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। তবে এই দুই গায়ককে কখনো একসঙ্গে পাননি ইথুন বাবু। ১৬ নভেম্বর নিজের জন্মদিনে সেই আক্ষেপ ঘুচল বাবুর। এদিন ইথুন বাবুকে শুভেচ্ছা জানাতে আসেন আসিফ ও আতিক। এক ফাঁকে নিজেদের প্রথম অ্যালবামের জনককে জড়িয়ে ধরেন তাঁরা। আসিফকে বাঁয়ে আর আতিককে ডানে রেখে ক্যামেরার সামনে দাঁড়ান বাবু। আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটি সত্যি বিরল একটি ঘটনা। এই দুই শিল্পীর জীবনের সঙ্গে মিশে আছি আমি। এই প্রথম দুজনকে একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। শুরুর দিনগুলোর কথা খুব মনে পড়ছে।’ বাবু আরো জানান, আসিফের জন্য সব মিলিয়ে গোটা বিশেক গান করলেও আতিক বাবুর ক্যারিয়ারের প্রথম আটটি অ্যালবামই ছিল তাঁর করা।

জন্মদিনের সে অনুষ্ঠানে ইথুন বাবুকে শুভেচ্ছা জানাতে আসেন সংগীতাঙ্গনের আরো অনেকে।

মন্তব্যসাতদিনের সেরা