kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

আরো খবর

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►    হৃষিকেশ মুখার্জির জনপ্রিয় ছবি ‘চুপকে চুপকে’র রিমেকে অভিনয় করবেন রাজকুমার রাও। ছবিটি একই নামে নির্মিত হবে।

►    অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া ছবি ২০২০ সালের ১৩ মার্চ মুক্তি পাবে। আগে ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তির কথা ছিল। ছবিতে আছেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, সাইনা মালহোত্রা প্রমুখ।

►    বাণী কাপুর বলেছেন সাফল্য ব্যর্থতা নিয়ে তিনি আপাতত চিন্তিত নন, পর্দায় নিজের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিতে পারলেই খুশি।

►    বেলা হাদিদের একটি ইনস্টাগ্রাম পোস্টে সেলেনা গোমেজ কমেন্ট করার পর বেলা পুরো পোস্টই মুছে দিয়েছেন। নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে।

মন্তব্যসাতদিনের সেরা