kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

ঢাকায় আসবেন দেব

রংবেরং প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় আসবেন দেব

২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে দেব প্রযোজিত ও অভিনীত পশ্চিমবঙ্গের ছবি ‘পাসওয়ার্ড’। কমলেশ্বর মুখার্জি পরিচালিত ছবিটি এবার দুর্গাপূজায় মুক্তি পেয়েছে সেখানে। সম্প্রতি বাংলাদেশে ছবিটির সেন্সর ছাড়পত্র মিলেছে। হাতে এসেছে পোস্টার ও ব্যানার। শুধু তা-ই নয়, ছবির প্রচারণায় অংশ নিতে ২৬ নভেম্বর ঢাকায় আসার কথা দেব ও কমলেশ্বরের। ‘পাসওয়ার্ড’-এর আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যবস্থাপক এম ডি বাদল বলেন. “আমরা শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’-এর বিনিময়ে দেবের এই ছবি এনেছি। দেব ছবির প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সঙ্গে আমাদের একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে চুক্তি করা আছে। সে বিষয়েও কিছু আলোচনা থাকবে। ২৬ নভেম্বর সন্ধ্যায় সব কিছু জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করছি।” এবার রোজার ঈদে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ দেখেছে বাংলাদেশের দর্শক। এখন পর্যন্ত বছরের সেরা ব্যবসাসফল ছবিও এটি। এখন দেখা যাক দেবের ‘পাসওয়ার্ড’ কতখানি সফলতা পায়!

মন্তব্যসাতদিনের সেরা