শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
❏ কসবায় ট্রেন দুর্ঘটনা নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মোশাররফ করিম। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।
❏ সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী।
❏ মুম্বাইতে একটি কনসার্টে গান গাইবেন কেটি পেরি। তার আগে করণ জোহর তাঁর বাড়িতে ‘হোস্টিং পার্টির’ আয়োজন করেছেন। সেখানে করণের সঙ্গে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেক তারকা থাকবেন।
❏ লতা মুঙ্গেশকরের সুস্থতা কামনা করে টুইট করেছেন শাবানা আজমি, হেমা মালিনী, আদনান সামিসহ বলিউডের অনেক তারকা।
❏ অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’র মুক্তির তারিখ পেছাল। কিছু কাজ বাকি থাকায় ২০২০ সালের বড়দিনে মুক্তি দেওয়া হবে ছবিটি।
❏ চণ্ডীগড়ে ‘লাল সিং চড্ডা’ ছবির শুটিংয়ে আছেন আমির খান ও কারিনা কাপুর। শুটিং সেট থেকে সোমবার রাতে সহ-অভিনেতাদের সঙ্গে ‘কিক অব’ পার্টির ছবি শেয়ার করেন অভিনেত্রী।
মন্তব্য