kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

পর্দা থেকে বাস্তবে

রংবেরং ডেস্ক   

১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপর্দা থেকে বাস্তবে

ইয়ামি গৌতম

সাধারণত বাস্তবের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রুপালি পর্দায় অনেক গল্প বা চরিত্র তৈরি হয়। তবে এবার ঘটল উল্টোটা। গেল সপ্তাহে মুক্তি পাওয়া ‘বালা’ ছবিতে টিকটকপাগল তরুণী পরী মিশ্রর চরিত্র করেছেন ইয়ামি গৌতম। এবার তাঁর সেই চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তবেও তাঁকে দেখা যাবে টিকটকের প্রচারণায়। শেয়ারিং সাইটটির প্রচারণামূলক একটি অনুষ্ঠানে ইয়ামি টিকটক নিয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করবেন বলে জানা গেছে। এ ছাড়া কয়েকজন টিকটক তারকার সঙ্গে একটি ভিডিওতে অংশ নেবেন তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘বালা’য় টিকটকপাগল তরুণীর চরিত্রে অভিনয়ের জন্য বেশ কিছুদিন প্রস্তুতি নিয়েছেন ইয়ামি। কারণ আগে টিকটক সম্পর্কে খুব কম জানতেন তিনি। শুটিং শুরু করার আগে ভিডিও শেয়ারিং সাইটটি নিয়ে রীতিমতো গবেষণা করেন। এ ব্যাপারে ইয়ামির এক টিকটকপাগল বন্ধু তাঁকে সাহায্যও করেছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা