kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ছয় কন্যাকে নিয়ে ফুয়াদ

রংবেরং প্রতিবেদক   

১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছয় কন্যাকে নিয়ে ফুয়াদ

সর্বশেষ ২০১২ সালে ‘হিট ফ্যাক্টরি’ শিরোনামের একটি অ্যালবাম করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। এরপর বিভিন্ন সময় একক ও জিঙ্গেলের কাজ করলেও অ্যালবাম প্রকাশ থেকে দূরে ছিলেন। প্রায় সাত বছর পর আবারও অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন এই সুরকার-সংগীত পরিচালক। ‘নারীশক্তি’ বিষয়বস্তুকে ধরে এতে গাইবেন ছয় নারী শিল্পী—আনিকা, তাশফি, ফাইরুজ নাফিজা, জেফার, আশরিন ও প্রাগাতা। অ্যালবামটি প্রকাশ করবে টিএম রেকর্ডস। ফুয়াদ বলেন, “নতুনদের মধ্যে অনেক প্রাণশক্তি থাকে, একসঙ্গে কাজ করতে গিয়ে যে শক্তি আমার মধ্যেও সঞ্চারিত হয়। সেই ভাবনা থেকেই এই ছয় নারী শিল্পীকে নিয়ে অ্যালবামটি করছি। থিম রেখেছি ‘নারীশক্তি’। আমারও মেয়ে আছে। আমি চাই সমাজে নারীশক্তির জাগরণ ঘটুক।” বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা মিউজিশিয়ানরা অ্যালবামটিতে বাজাবেন। টিএম রেকর্ডসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘আমরা ভালো মিউজিক, শুদ্ধ মিউজিকের পাশে সব সময় আছি। ফুয়াদ ভাই দেশের অন্যতম গুণী শিল্পী ও সংগীত পরিচালক। দীর্ঘদিন পর তিনি নতুন অ্যালবাম করছেন। আমরা তাঁর পাশে আছি।’

মন্তব্যসাতদিনের সেরা