kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

দেবের কণ্ঠে ‘আমার সোনার বাংলা’

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেবের কণ্ঠে ‘আমার সোনার বাংলা’

কিছু দিন আগে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রনালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে সীমান্ত সফরে গিয়েছিলেন অভিনেতা দেব। সফরে বাংলাদেশের সিলেট সীমান্তে গিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’র সঙ্গে কণ্ঠ মেলান ‘পাগলু’ অভিনেতা। সেই ভিডিও নিজের ফ্যান পেইজে শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সীমান্ত, কাঁটাতার, দুটো দেশ, এসব কিছুই মনে থাকে না যখন তাদের সঙ্গে কথা বলি। বাংলাদেশ ভারত সীমান্তে গিয়ে ঠিক এই কথাটাই মনে হলো। যখন তাদের জাতীয় সংগীত বাজলো আমিও গাইতে শুরু করলাম, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।”

মন্তব্য