kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

সা ক্ষা ৎ কা র

স্বপ্নের ছবি ‘আকবর’

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেস্বপ্নের ছবি ‘আকবর’

এ সপ্তাহে মুক্তি পেয়েছে ইমন অভিনীত ‘বেগমজান’। সৈকত নাসিরের ‘আকবর’-এর শুটিং শুরু হবে শিগগিরই। হাতে আছে আরো কিছু কাজ। ইমনের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

‘বেগমজান’ মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

আমি নিজে থেকে খোঁজ নেইনি। তবে যতটুকু কানে এসেছে, শুনেছি দর্শক পছন্দ করেছে।

কেন খোঁজ নেননি?

অভিমানে। আমি জানতাম ছবিটির নাম ‘আমার সিদ্ধান্ত’। মুক্তির আগের সপ্তাহে নাম পরিবর্তন করে ‘বেগমজান’ করা হয়েছে। প্রযোজক-পরিচালক কেউই বিষয়টি আমাকে জানানোর প্রয়োজন বোধ করেননি। এই নামে আমার আপত্তি থাকতেও পারে! এমন অপেশাদার মানুষদের সঙ্গে ভবিষ্যতে কাজ করতে চাই না।

প্রতিবাদ করছেন না কেন?

আমার কারণে প্রযোজকের ক্ষতি করার ইচ্ছা হয়নি। তবে প্রযোজক সমিতি ও শিল্পী সমিতিকে অবগত করেছি। ভবিষ্যতে আর কেউ এমন করলে অবশ্যই মেনে নেওয়া হবে না।

প্রথমবার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। ‘আকবর’ নিয়ে প্রস্তুতি কেমন?

‘আকবর’ আমার স্বপ্নের চরিত্র। এই ছবির প্রতিটি পদক্ষেপ খুব চিন্তা করে নেব। এরমধ্যে ব্যায়াম শুরু করেছি। লুক পরিবর্তনের জন্য বেশ কয়েকজন বিউটিশিয়ানদের কাছে পরামর্শ নিয়েছি। চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পান্ডুলিপিও আত্মস্থ করছি।

‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের সঙ্গে আপনার উপস্থিতি দারুণ ছিল। দুজনে আর কোন ছবি করছেন?

‘পাসওয়ার্ড’ মুক্তির পর শাকিব ভাই জানিয়েছিলেন একই টিম নিয়েই নতুন ছবি তৈরির পরিকল্পনা রয়েছে তার। সম্ভবত, আগামী বছরে আবার একসঙ্গে হাজির হবো। 

মন্তব্যসাতদিনের সেরা